বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
মাদারীপুরে দুদক সচিব

দুর্নীতি করে কেউ বাঁচতে পারবে না, জনসচেতনতাই রুখবে দুর্নীতি 

মাদারীপুর প্রতিনিধি

দুর্নীতি করে কেউ বাঁচতে পারবে না, জনসচেতনতাই রুখবে দুর্নীতি 

মাদারীপুর জেলায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, দুর্নীতি করে কেউ বাচঁতে পারবেনা, জনসচেতনতাই রুখবে দুর্নীতি। 

তিনি বুধবার (২৩ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই শ্লোগানে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের আয়োজনে, মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে ও সঞ্চালনায় গণশুনানিতে আরও বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা হাওলাদার, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের উপপরিচালক মো. আতিকুর রহমানসহ অন্য দুদক কর্মকর্তা, দুপ্রক কমিটির সদস্যরা, জেলার বিভিন্ন সরকারি অফিসের প্রধান এবং সেবাপ্রত্যাশী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
 
গণশুনানিতে মাদারীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, পাসপোর্ট, বি.আর.টি.এ. সাব-রেজিস্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা, নির্বাচন অফিস, পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, ব্যাংকিং বিভাগ, শিক্ষা অফিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ মোট ৩৮ টি দপ্তরের ১০৭ টি অভিযোগ পাওয়া যায়।

তন্মধ্যে ৩৬ টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবাপ্রার্থী জনসাধারণ সরাসরি উপস্থাপন করেছেন। উপস্থাপিত ৩৬ টি অভিযোগের মধ্যে মাদারীপুর ৩টি বিষয়ে দুর্নীতির বিষয়ে কমিশন কর্তৃক অনুসন্ধান করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ১০ টি অভিযোগের তাৎক্ষনিকভাবে সমাধান করা হয়েছে। ওই গণশুনানি মাদারীপুরের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতিতে স্বত:স্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে।

টিএইচ